Ridge Bangla

পুলিশি প্রোটোকলে জাপা চেয়ারম্যান জি এম কাদের কার্যালয় ছাড়লেন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের পুলিশি প্রোটোকলে কার্যালয় ত্যাগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে তিনি একটি কালো গাড়িতে করে কার্যালয় ছাড়েন। এ সময় গণঅধিকার পরিষদের কিছু সমর্থক তার গাড়ি অবরোধের চেষ্টা করলে পুলিশ তৎপর হয়ে তাদের সরিয়ে দেয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হয় গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অভিযোগ আছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপও করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিলে, তারা তা মেনে না চলায় সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

জাপা কার্যালয় ও আশপাশের এলাকা দফায় দফায় পুলিশি টহল ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা মোতায়েন করা হয়। সংঘর্ষের পর রাতেই জাপা চেয়ারম্যান জি এম কাদের নিরাপদভাবে কার্যালয় ত্যাগ করেন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন