Ridge Bangla

পুতিনের পর এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (১৬ আগস্ট) জানিয়েছেন, তিনি সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসু হয়নি বলেই মনে করা হচ্ছে। কেননা বৈঠকের পরও রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহরে শত শত ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালাচ্ছে। সর্বশেষ তাদের এসব হামলায় ৫ জন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শনিবার যুক্তরাষ্ট্রের সাথে “দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ” আলোচনা হয়েছে। সোমবার ওয়াশিংটনে ব্যক্তিগতভাবে দেখা করার আমন্ত্রণের জন্য ট্রাম্পকে তিনি ধন্যবাদ জানান এবং বলেন যে তারা “হত্যাকাণ্ড এবং যুদ্ধের অবসান সম্পর্কিত সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করবেন।”

তিনি আরও বলেন, “আমেরিকার সাথে নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করার জন্য প্রতিটি পর্যায়ে ইউরোপীয়দের জড়িত থাকা গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অংশগ্রহণের বিষয়ে আমেরিকান পক্ষ থেকে ইতিবাচক সংকেত নিয়েও আলোচনা করেছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন