পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে পাচারের সময় সরকারি ১০ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে পিরোজপুর-বাগেরহাট সড়কের বলেশ্বর সেতু এলাকায় সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ টহল দল অভিযানটি পরিচালনা করে। এ সময় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ট্রাকচালক মো. মিজান শেখ এবং হেলপার মো. রমজান হাওলাদার। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযানের পর এসআই মহসিন হাবিব মৃধা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মেসার্স সুমন এন্টারপ্রাইজের মালিক সুমন সাহার গোডাউন থেকে চালগুলো খুলনায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ট্রাকসহ চাল জব্দ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে টিআর, কাবিখা, জিআর প্রকল্পের অধীনে সংগ্রহ করা সরকারি চাল মজুদ করে বস্তা পরিবর্তন করে নূরজাহান ব্র্যান্ডের বস্তায় ভরে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। আটক ট্রাক থেকে নূরজাহান ব্র্যান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল (মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা) এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল (মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়েছে।
ওসি রবিউল ইসলাম জানান, উদ্ধারকৃত চালের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।