মাগুরার শালিখা উপজেলায় স্কুল কমিটি গঠন সংক্রান্ত বিরোধের জেরে ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তার বাঁ হাত ভেঙে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছান্দাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান ছান্দাড়া গ্রামের বাসিন্দা এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এডহক কমিটি গঠন এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজানুর রহমানের সঙ্গে এক চিকিৎসক রবিউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রধান শিক্ষকের মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং এ সময় তার বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”