Ridge Bangla

পিএসসির গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ ও জমি ক্রোকের নির্দেশ

পিএসসির গাড়িচালক আবেদ আলী

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগের জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। দুদকের তদন্তে জানা গেছে, মাদারীপুরের বিভিন্ন মৌজায় তাঁর নামে থাকা জমির পরিমাণ ২০টি দাগে। এসব জমির মোট মূল্য প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দুদক জানতে পারে, আবেদ আলী এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এজন্য তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক এবং অস্থাবর সম্পদ (ব্যাংক হিসাব) অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এর আগে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত বছর আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরো পড়ুন