আইপিএল না পিএসএল- ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল। প্রায় একই সময়ে শুরু হওয়া এই দুটি জনপ্রিয় টুর্নামেন্ট থেকে একটিকে বেছে নিতে গিয়ে শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার করবিন বশ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল তার। ড্রাফট থেকেই তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে পরে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স বশকে বদলি পেসার হিসেবে ডাক দেয় এবং তিনি সেই প্রস্তাবে সাড়া দেন। এতে করে পিএসএল না জানিয়েই তিনি আইপিএলকে বেছে নেন, যা পিএসএলের চুক্তিনীতির পরিপন্থী।
এই নিয়ম লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে তাকে একটি আইনি নোটিশ পাঠায়। পরে তাকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে, যদিও জরিমানার পরিমাণ প্রকাশ করেনি পিএসএল কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র অনুযায়ী, ক্রিকেটারদের সঙ্গে থাকা অপ্রকাশযোগ্য চুক্তির কারণেই এই তথ্য গোপন রাখা হয়েছে।
পিসিবির এক বিবৃতিতে করবিন বশ বলেন, পিএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তে আমি লজ্জিত। পাকিস্তান, পেশোয়ার জালমি ও সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।
৩০ বছর বয়সী এই পেসার জানান, এক বছরের নিষেধাজ্ঞা তার জন্য একটি কঠিন শিক্ষা। তবে ভবিষ্যতে আবারও পিএসএলে খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি এবং বলেন, এই অভিজ্ঞতা থেকে আমি শিখতে চাই এবং আরও দায়িত্বশীল হতে চাই।