বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত হবে না। বাংলাদেশের জনগণ এ ধরনের পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। দেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় রয়েছে। জাতীয় সংকট নিরসনের একমাত্র পথ হলো দ্রুত নির্বাচন আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যদি সংস্কার না চায়, সেটা তাদের নিজস্ব বিষয়, বিএনপি এ নিয়ে মন্তব্য করতে চায় না।
মির্জা ফখরুলের মতে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলিত করা জরুরি। এজন্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই।