Ridge Bangla

পাহাড়ে ভালোবাসার রোমাঞ্চে কাঞ্চন-শ্রীময়ী

বর্ষার স্নিগ্ধতায় সবুজ আর কুয়াশায় মোড়া পাহাড় যেন প্রেমের আদর্শ পটভূমি হয়ে ওঠে। ঠিক সেই টানেই পাহাড়ের পথ ধরেছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। বর্তমানে তারা রয়েছেন কালিম্পংয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্যে, যেখানে কাটছে তাদের কিছু বিশেষ মুহূর্ত।

শ্রীময়ী তার সোশ্যাল মিডিয়ায় পাহাড়ি এই সফরের একাধিক রোমান্টিক ছবি শেয়ার করেছেন। এক ছবিতে ট্রেনের ফার্স্ট ক্লাসে বসে রয়েছেন শ্রীময়ী, তার পাশে মা ও ছোট্ট কৃষভি—সবাই হাসিমুখে। অন্য ছবিতে কাঞ্চন ও শ্রীময়ী একে অপরের চোখে চোখ রেখে রোমান্সে ডুবে আছেন। কখনও হোটেলের জানালায় বৃষ্টিভেজা পাহাড় দেখছেন, আবার কখনও গাড়ির জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তারা।

এই পাহাড়ি সফর তাদের জন্য নতুন নয়। এর আগেও তারা দেড় মাস বয়সী শিশু কৃষভিকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের ডিসেম্বরে পেয়লিং ঘুরে এসেছিলেন।

ব্যক্তিগত জীবনেও আলোচনায় ছিলেন এই দম্পতি। দীর্ঘদিনের টানাপোড়েন শেষে ২০২৪ সালের জানুয়ারিতে কাঞ্চন তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ ঘটান। এরপর নতুন জীবনের শুরু হয় শ্রীময়ীর সঙ্গে। এবারের পাহাড়ি সফর যেন তাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে।

এই প্রেমময় সফরের ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ভক্তরা তাদের এই পাহাড়ি রোমাঞ্চকে স্বাগত জানিয়ে শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন