Ridge Bangla

পার্সেল নিয়ে বিপাকে তানিয়া বৃষ্টি: নতুন নাটকে অভিনয়ের চ্যালেঞ্জ ও বিতর্ক

বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি ‘পার্সেল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। মডেলিং থেকে শুরু করে নাটকে নিজের সুনাম গড়া এই অভিনেত্রী এবার নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। তবে নাটকের ‘পার্সেল’ নিয়েই তৈরি হয়েছে কিছু বিতর্ক ও সমস্যা, যা তানিয়াকে কিছুটা বিপাকে ফেলেছে।

নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি এবং তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। নাটকটি নিয়ে তানিয়া জানান, গল্পটি তার কাছে বেশ ভিন্নধর্মী ও ব্যতিক্রম মনে হয়েছে, তাই আগ্রহ নিয়ে কাজটি করেছেন। নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রহস্যময় পার্সেল, যার সূত্র ধরে পুরো কাহিনী এগিয়ে যায়।

তানিয়া বলেন, তার চরিত্রটি কখনো স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক রূপ নেয়। এই জটিলতা ফুটিয়ে তুলতে তিনি পরিচালকের সঙ্গে গভীরভাবে আলোচনা করে চরিত্রে ডুবে গেছেন। অভিনয়ে নিজেকে ভেঙে নতুন করে গড়ার প্রয়াসেই এই চ্যালেঞ্জটি নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “এখন এমন সময় এসেছে যখন প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হচ্ছে। তাই চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

নির্মাতা জানিয়েছেন, নাটকটি খুব শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে এবং পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করা হবে।

তানিয়া বৃষ্টির অভিনয়ের স্বতন্ত্রতা এবং ব্যতিক্রম গল্প বেছে নেওয়ার সাহস তাকে দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা করছেন নির্মাতা ও সহকর্মীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন