Ridge Bangla

পারিবারিক কলহের জেরে কামরাঙ্গীরচরে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে বাবার ছুরিকাঘাতে রাহাবুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাবুল ইসলাম পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।

কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে রাহাবুলকে তার বাবা জুয়েল রানা ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা হুমায়ুন জানান, রাহাবুলের মা শাহনাজ জর্ডানে কর্মরত। ভাগনে রাহাবুল এবং তার বোনের স্বামী জুয়েল রানা দুজনেই কামরাঙ্গীরচরের ঝাউচর বাজারে একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাত করে রাহাবুলকে হত্যা করেন জুয়েল।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনের কারণ অনুসন্ধানে তৎপর রয়েছে পুলিশ। অভিযুক্ত জুয়েল রানা ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন