Ridge Bangla

পারলে হাসিনা ও আ. লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: শেরপুরে নাহিদ ইসলাম

সীমান্ত দিয়ে পুশইনের প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ভারত সরকারকে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, কোনো পুশইন মেনে নেব না। যদি পুশইন করতেই হয়, তাহলে শেখ হাসিনাকে করুন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন। আমরা বিচারের মুখোমুখি করব শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে।”

রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, “কোটা আন্দোলন থেকে শুরু হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এখন সেখান থেকে সীমান্ত দিয়ে পুশইন হচ্ছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, “গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো সক্রিয়, প্রশাসনের ভেতরেও তারা লুকিয়ে রয়েছে। আমরা মুজিববাদকে আর দাঁড়াতে দেব না।”

তিনি অভিযোগ করেন, শেরপুরে হাসপাতাল থাকলেও সেবা নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগপন্থীদের যারা দেশের টাকা লুট করে বিদেশে পলাতক।

পথসভায় এনসিপির নেতা সারজিস আলম বলেন, “অভ্যুত্থানের পরও দুর্নীতিবাজ ও সুবিধাবাদীরা প্রশাসনে প্রভাব বিস্তার করছে।” দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের দরকার সংকটকালীন সাহসী কর্মী, ফেসবুক নেতা নয়।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন মাইলস্টোন কলেজে অগ্নিকাণ্ডে হতাহত শিশুদের প্রসঙ্গে বলেন, “তদন্তে অগ্রগতি নেই। আমরা জানতে চাই, কারা দায়ী?”

পথসভায় আরও উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। আগে শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন