পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, “আমরা পারমাণবিকচালিত ক্ষেপণাস্ত্রের বহু ঘণ্টাব্যাপী পরীক্ষা চালিয়েছি, যা ১৪ হাজার কিলোমিটার উড়েছে—এটিই এর সীমা নয়।”
২০১৮ সালে ঘোষিত এই ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় উড়তে সক্ষম। মস্কো দাবি করেছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সামর্থ্য রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি টানা ১৫ ঘণ্টা আকাশে ছিল এবং উল্লম্ব ও আনুভূমিক উড্ডয়নে সাফল্য দেখিয়েছে।
ন্যাটো কোড নামে ‘স্কাইফল’ নামে পরিচিত এই অস্ত্রটি পারমাণবিক রিঅ্যাক্টর দ্বারা চালিত। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি প্রতিবেদনে বলা হয়, এটি রাশিয়াকে অদ্বিতীয় আন্তমহাদেশীয় ক্ষমতাসম্পন্ন অস্ত্রের যোগান দিতে পারে। তবে আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান (আইআইএসএস) জানিয়েছে, প্রযুক্তিগত জটিলতা ও পূর্ববর্তী ব্যর্থতার কারণে ক্ষেপণাস্ত্রটির কার্যকর ব্যবহার এখনো অনিশ্চিত। ২০১৬ সাল থেকে অন্তত ১৩ বার পরীক্ষার মধ্যে কেবল দুটি আংশিকভাবে সফল হয়েছিল বলে ধারণা করা হয়।