Ridge Bangla

পায়ের লিগামেন্ট ছিঁড়ে শুটিং বন্ধ আফরান নিশোর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও অভিনয়ের পর দীর্ঘদিন নতুন কোনো কাজ থেকে দূরে ছিলেন আলোচিত অভিনেতা আফরান নিশো। তবে সম্প্রতি পরিচালক রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন বলে সুখবর পাওয়া গেলেও হঠাৎ এক বড় ধাক্কা খেলেন নিশো। জানা গেছে, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার কারণে আপাতত শুটিং থেকে বিরত আছেন তিনি।

গতকাল শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিশো নিজের হাঁটুর সমস্যা সম্পর্কে জানান। তিনি বলেন, “সুড়ঙ্গ-২ কখন মুক্তি পাবে তা নির্মাতা রাফী জানেন। তবে আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবনযাপন করতে হলে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।” নিশো আরও বলেন, “এটা আগে কাউকে বলিনি, আজ প্রথমবার এখানে শেয়ার করলাম। হয়তো এটা শুনে কেউ আমাকে কাজে নেবে না, বলবে তোমার তো পা ভাঙা।”

এই সংবাদে তার ভক্ত ও শিল্পী মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সকলে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং শিগগিরই তাকে পর্দায় পূর্ণ শক্তিতে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, সেপ্টেম্বরে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ভিকি জাহেদের পরিচালিত সিরিজ ‘আঁকা’, যেখানে আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন। দর্শকরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে শিগগিরই এই নতুন কাজের মাধ্যমে আবার তাদের প্রিয় অভিনেতাকে দেখতে পাবেন।

আরো পড়ুন