Ridge Bangla

পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিভিন্ন সময়ে অপরাধে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১১ জনের আজীবনের জন্য সনদ বাতিল, ৭ জনের তিন বছরের জন্য সনদ স্থগিত, ৬ জনকে আজীবন বহিষ্কার এবং ৪ জনকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্য নিশ্চিত করেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা যায়, চলতি বছরের ১১ জানুয়ারি শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ মে পর্যন্ত অভিযোগ সংগ্রহ শেষে তদন্ত শেষে ২৪ জুলাই রিপোর্ট জমা দেওয়া হয়। তদন্তে ৩৫ জনের নামে ৯টি অভিযোগের মধ্যে ৬টি প্রমাণিত হয়, ২টি ভিত্তিহীন প্রমাণিত হয় এবং একটি সমঝোতায় মীমাংসা হয়।

আজীবনের জন্য সনদ বাতিলের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক নুরুল্লাহ ও আরও ১০ নেতা। সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ ৬ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাতজনের সনদ তিন বছরের জন্য স্থগিত এবং চারজনকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, “যথাযথ নিয়ম মেনেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। তদন্ত কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, তাদের শাস্তি দেওয়া হয়নি।”

আরো পড়ুন