Ridge Bangla

পাবনায় ভুট্টা ক্ষেতে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রামপুর বিল এলাকার একটি ভুট্টা ক্ষেতে সাত বছর বয়সী শিশু জুঁই খাতুনের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ও গলায় পোড়া দাগ এবং গলায় প্যান্ট প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

নিহত জুঁই খাতুন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার জানায়, সোমবার বিকেলে দাদার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় জুঁই। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে স্থানীয়রা রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছান চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম এবং বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান। পুলিশ জানায়, লাশের পরিচয় পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। মরদেহটি বড়াইগ্রাম উপজেলার হলেও এটি উদ্ধার করা হয়েছে চাটমোহর থানার আওতাধীন রামপুর এলাকা থেকে।

ওসি মঞ্জুরুল আলম বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও সন্দেহজনক ঘটনা। আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন