Ridge Bangla

পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার শীর্ষ অগ্রাধিকার: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার বর্তমানে সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। তিনি জানান, এই সম্পদ ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু অন্যান্য দেশের আইনি প্রক্রিয়া ও নানা প্রতিবন্ধকতার কারণে এটি বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর সদিচ্ছা ছাড়া এই প্রচেষ্টা সফল হবে না।

শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের অবৈধ পাচার প্রতিরোধে ব্যর্থ হচ্ছে। কিছু আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এ অবৈধ অর্থ স্থানান্তরকে উৎসাহ দিচ্ছে। আমি আহ্বান জানাচ্ছি, এসব সম্পদ প্রকৃত মালিক কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের কাছে ফিরিয়ে দিন।’

তিনি আরও বলেন, জাতিসংঘের কারণে আজ বিশ্বের ১২০ দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। শিশুদের ৪৫ শতাংশ টিকা গ্রহণ করেছে।

ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন ও সংস্কার সম্পর্কেও বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছি, যেখানে আর কোনো স্বৈরশাসক বা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার হবে না। শাসনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ ১১টি স্বাধীন সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশ করছে। আমরা আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছি এবং নাগরিকবান্ধব সংস্কার অব্যাহত রাখছি।’

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন