Ridge Bangla

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকার বেশি মিলল

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে। সর্বশেষ গণনায় পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা। এছাড়া অনলাইনে দান এসেছে আরও ৫ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু করে টানা ১৪ ঘণ্টাব্যাপী চলে গণনার কাজ। এসময় ৪ শতাধিক লোকের অংশগ্রহণে ১৩টি দানবাক্স থেকে সংগৃহীত অর্থ ৩২ বস্তায় ভরে গণনা করা হয়। রাত সাড়ে ৮টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক সেনা, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর দানবাক্স খোলা হলে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। সব মিলিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র দানবাক্স থেকেই পাগলা মসজিদ তহবিলে জমা হয়েছে ১০৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা। অনলাইনে আসা দান যুক্ত করলে মোট অঙ্ক দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা।

প্রসঙ্গত, পাগলা মসজিদের দান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয় জেলার মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে। এদিকে মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এতে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন