Ridge Bangla

পাক-ভারত ম্যাচে বিনা প্রতিদ্বন্দ্বিতা, পাকিস্তানকে সহজে হারাল ভারত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বিশেষ করে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে থাকে বাড়তি রোমাঞ্চ। তবে এবারের সুপার ফোরে সেই উত্তেজনা দেখা গেল না। পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে না পেরে সহজে হেরে গেল।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল। ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তোলে ৯১ রান। দুইশ’র বেশি রানের সম্ভাবনা জাগলেও মিডল ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭১ রানেই থেমে যায় বাবর আজমের দল।

জবাবে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথম উইকেটে আসে ১০৫ রানের জুটি। এরপর কিছুটা ধাক্কা খেলেও তিলক বর্মার শান্ত ইনিংসে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এই জয়ে নতুন রেকর্ডও গড়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে তারা—যা আগে কোনো দল পারেনি। পাশাপাশি টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও গড়েছে ভারত। এর আগে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রান তাড়া করে জয় পেয়েছিল তারা।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, পাকিস্তানের বিপক্ষে এখন আর অতিরিক্ত হাইপ তোলার কিছু নেই। প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ নয়, বরং একতরফাভাবে জয় আসছে ভারতের ঝুলিতে।

আগামী মঙ্গলবার পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর বুধবার ভারত মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।
ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৩

আরো পড়ুন