Ridge Bangla

পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ

মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং পারফরম্যান্স ভালো হওয়ায় আগের দলই ধরে রেখেছে নির্বাচকরা। দুই ওপেনার ছিলেন ছন্দে, তিনে খেলা লিটন দাসও করেছেন দুর্দান্ত ব্যাটিং। বোলাররাও ছিলেন সেরা ছন্দে। তাই পুরোনো দলের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামীকাল (১৮ জুলাই) থেকে শুরু হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২০ জুলাই, এরপর ২২ ও ২৪ জুলাই বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরো পড়ুন