Ridge Bangla

পাকিস্তানে শাকিব খানের জনপ্রিয়তায় উন্মাদনা

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার পাকিস্তানেও ছড়াচ্ছেন তারকা জৌলুস। ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ মুক্তির পর থেকেই দেশ-বিদেশে আলোচনায় রয়েছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই ভেবেছিলেন এটি বলিউডের কোনো বড় বাজেটের সিনেমা। যদিও সিনেমাটি ঢালিউডের, এর জনপ্রিয়তা বলিউডি ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে।

সম্প্রতি হিন্দি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছিল ‘তুফান’। এবার উর্দু ডাবিংয়ের মাধ্যমে ছবিটি পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে পাকিস্তানেও দ্রুত বাড়ছে শাকিবের জনপ্রিয়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শাকিবকে ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। পাকিস্তানি ভক্তরা চান, ভবিষ্যতে শাকিব খানের নতুন সিনেমায় তার বিপরীতে কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যাক। চলচ্চিত্রবান্ধব বিভিন্ন গ্রুপেও এ বিষয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার রশিদ খান তার অফিসিয়াল ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেন। সেখানে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, অ্যাটিটিউড, লুক, স্টারডম ও গার্লস ক্রাশসহ মোট ১০টি বিষয়ে ভোট নেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টি ক্যাটাগরিতে এগিয়ে আছেন শাকিব খান। এ নিয়ে পাকিস্তানি নেটিজেনরা কমেন্টে লিখেছেন, “উনি শাকিব খান, বাংলাদেশি মেগাস্টার।” অপরদিকে বাংলাদেশের ভক্তরাও ভালোবাসা জানিয়ে মন্তব্য করছেন এবং নানা ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এভাবে সীমান্ত পেরিয়ে শাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়া ঢালিউডের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন