Ridge Bangla

পাকিস্তানে ভয়াবহ মর্টার শেল বিস্ফোরণে ৫ শিশু নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। শনিবার লাক্কি মারওয়াত এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম ডন–কে জানান, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পেয়ে খেলনা ভেবে নিজেদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। পরে গ্রামের এক কোণায় বৃষ্টির পানি জমে থাকা একটি চৌবাচ্চার কাছে খেলতে গিয়ে সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশু মারা যায়। নিহতদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে।

বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করে। ফরেনসিক টিম বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে। মরদেহ ও আহতদের স্থানীয় সিটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলার ঘটনা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত ও আটজন আহত হয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন