Ridge Bangla

পাকিস্তানে ভয়াবহ বন্যা, ২০ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সিন্ধ প্রদেশ থেকে আরও দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর প্রধান ইনাম হায়দার মালিক। তিনি সতর্ক করেছেন, আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক মেডিকেল কর্পস জানায়, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে ইতিমধ্যেই দেশজুড়ে ৯০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে নদী উপচে পড়ায় পাকিস্তানে বন্যার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। জলবায়ু পরিবর্তন, সরকারি বিনিয়োগের অভাব ও অবকাঠামোগত দুর্বলতাও দুর্যোগ মোকাবিলায় বাধা সৃষ্টি করছে।

বন্যায় হাজারো বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। জরুরি উদ্ধারকর্মীরা নৌকা ব্যবহার করে মানুষ ও গবাদিপশু সরিয়ে নিলেও নিরাপত্তার অভাবে নতুন বিপদ সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যেই সিন্ধু নদীতে একটি উদ্ধার নৌকা ডুবে ৯ জন এবং জালালপুর পীরওয়ালায় ৫ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী ভারতেও বন্যা তাণ্ডব চালাচ্ছে, সেখানে অন্তত ৩০ জন নিহত এবং তিন লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পাকিস্তান সরকারের উদ্যোগে দুর্গত এলাকায় কম্বল, তাঁবু ও পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। জল শুকাতে কয়েক সপ্তাহ সময় লাগবে, এরপর পুনর্বাসন কাজ শুরু হবে।

জাতিসংঘ ৫০ লাখ ডলার, যুক্তরাষ্ট্রও অর্থ ও দুর্যোগ মোকাবিলা দল পাঠিয়েছে। পাকিস্তান সরকার দেশের জলবায়ু পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩০০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন