Ridge Bangla

পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় প্রায় দুই শতাধিক নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভারি বর্ষণে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাকতুনখাওয়াতে, যেখানে ১৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গিলগিট-বালতিস্তানে ৫ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ৯ জন নিহত হয়েছেন। এনডিএমএর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৫৮ জন পুরুষ, ১৯ জন নারী ও ১৭ জন শিশু রয়েছে। বন্যা ও ভূমিধসে আরও ২৮ জন আহত হয়েছেন এবং ১১৬টি বাড়ি ধসে পড়েছে।

উদ্ধার অভিযানের মধ্যেই নতুন করে শোকের ঘটনা ঘটেছে খাইবার পাকতুনখাওয়ায়। বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে আরও পাঁচজন নিহত হন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক এলাকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম ও শহর। পানির তোড়ে এসব অঞ্চল কার্যত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বন্যা কবলিত অঞ্চলে দ্রুত ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন