Ridge Bangla

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলার দায় স্বীকার করলো আফগান তালেবান

পাকিস্তানের সীমান্তবর্তী উত্তরাঞ্চলে একাধিক সেনা অবস্থানে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দায় স্বীকার করে এই হামলাকে প্রতিশোধমূলক বলে অবিহিত করেছে তারা। তালেবান সরকারের তরফ থেকে জানানো হয়, এটি ছিল প্রতিশোধমূলক অভিযান, কারণ পাকিস্তানের বিমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) আফগান ভূখণ্ডে প্রবেশ করে পাকতিকা প্রদেশের একটি বাজারে বোমা বর্ষণ করেছিল।

আফগান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলাকে অকারণ ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “প্রতি ইটে পাথর ছোড়া হবে।” তিনি অভিযোগ করেন, তালেবান বাহিনী বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, কুনার–কুররম সীমান্ত অঞ্চলে উভয় পক্ষই ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আঙ্গুরআড্ডা, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকাতেও গুলিবিনিময় হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশের একটি বাজার ধ্বংস হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান তার মাটিকে পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। যদিও এই দাবি অস্বীকার করে আসছে তালেবান সরকার।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন