পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের দাপটে ৮ রানের দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়লেন লিটন দাসরা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও লো স্কোরিং ম্যাচে জয় ছিনিয়ে নিল দামাল ছেলেরা। টানা জয়ে সিরিজ ট্রফি নিজেদের করে নিল টাইগাররা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল পাকিস্তান। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ১৫ রানেই সফরকারী হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। পরে ৮৮ রান তুলতে গিয়ে নাই হয়ে যায় তাদের ৮ উইকেট। ফাহিম আশরাফ একাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিচ্ছিলেন। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় তার ৫১ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে বিপর্যয় কাটিয়ে উঠলেও লাভ হয়নি। শেষ হাসি হাসতে পারেনি সালমান আগার দল। ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন মাহেদি হাসান ও তানজিম হাসান সাকিব।
তার আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে প্রথমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। শেষপর্যন্ত মাত্র ১৩৩ রানের পুঁজি গড়তে সক্ষম হয় বাংলাদেশ। জাকের আলী অনিক ও শেখ মাহেদি হাসানের দুটি ইনিংসে ভর দিয়ে স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ পায় ফিল সিমন্সের শিষ্যরা। জাকের আলী ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন, যাতে ছিল একটি চার ও পাঁচটি ছয়ের মার। মাহেদি করেন ২৫ বলে ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩৩/১০, ২০ ওভার (জাকের ৫৫, মাহেদি ৩৩; মির্জা ২/১৭, দানিয়েল ২/২৩, আব্বাস ২/৩৭)
পাকিস্তান: ১২৫/১০, ১৯.২ ওভার (ফাহিম ৫১, আব্বাস ১৯; শরিফুল ৩/১৭, তানজিম ২/২৩, মাহেদি ২/২৫)
ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
ম্যাচসেরা: জাকের আলী (বাংলাদেশ)