পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে শুক্রবার (১০ অক্টোবর) রাতে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হন। শনিবার (১১ অক্টোবর) দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) এই তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকিয়ে দেয়, যার ফলে প্রশিক্ষণ স্কুলের দেয়াল ধসে পড়ে। এ সময় কেন্দ্রের কাছাকাছি জাতীয় ডাটাবেস ও নিবন্ধন কর্তৃপক্ষের (নাদ্রা) অফিসও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ বাহিনীর প্রতিশোধমূলক গুলিতে হামলায় জড়িত বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়। এছাড়াও একজন আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়।
ডেরা ইসমাইল খানের সহকারী কমিশনার মুহাম্মদ হামিদ সিদ্দিকী জানান, গুলি বিনিময় ও নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ায় হামলাকারীদের মধ্যে পাঁচজন নিহত হয়েছে। হামলার ঘটনা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে।
প্রাথমিকভাবে জানা যায়, হামলাটি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) চালিয়েছে। কিছু প্রতিবেদনে তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামেও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
হামলায় নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।