Ridge Bangla

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে ফেরার সম্ভবনা বাবরের

বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে বাবর। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, সেভাবে সুযোগ মিলছে না কোথাও। তবে, এবার ফেরার মঞ্চটা তৈরি হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের। ফখর জামানের ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় বাবরের আবারও ফেরার সম্ভাবনা জেগেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফখর জামান ইনজুরিতে পড়েন। ইনজুরির কারণে ইতোমধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন পাকিস্তানি ব্যাটার।

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরম্যান্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন, তবে টি২০ জাতীয় দলে তার ফেরার পথ সুগম হবে। বাবর শেষবার টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন। এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পিসিবি।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচটি দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে। এশিয়া কাপের এবারের আসরে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এই ম্যাচ। এর আগে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে পাকিস্তান।

আরো পড়ুন