Ridge Bangla

পাকিস্তানি মডেল হুমায়রার মৃত্যু ঘিরে রহস্যে ঘনঘটা

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে চরম রহস্য। করাচির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার পর একের পর এক অজানা তথ্য প্রকাশ্যে আসছে।

গত ৮ জুলাই করাচির একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, মৃত্যুর ঘটনাটি ঘটেছে ৮ থেকে ১০ মাস আগেই। দীর্ঘদিন ধরে মরদেহটি সেখানেই ছিল বলে মনে করছেন তারা।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হুমায়রার ফ্ল্যাট তল্লাশির সময় তিন থেকে চারটি মাটির পাত্র পাওয়া গেছে, যার ভেতরে ছিল অজ্ঞাত সাদা রঙের পাউডার। পুলিশ ওই পাউডারের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। এখনো স্পষ্ট নয় এটি কী ধরনের পদার্থ কিংবা তা মৃত্যুর সঙ্গে কোনোভাবে জড়িত কি না। তদন্তের জন্য রাসায়নিক বিশ্লেষণ রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

তবে এরই মধ্যে করাচি বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব রিপোর্টে বলা হয়েছে, হুমায়রার শরীরে কোনো চেতনানাশক, বিষাক্ত উপাদান বা মাদকের অস্তিত্ব মেলেনি। এতে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়তো স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাবশত হয়েছে।

লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় অভিনয় করেছেন ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ ও ‘চল দিল মেরে’-এর মতো নাটকে। বড় পর্দায় তিনি কাজ করেছেন ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১) সিনেমায়।

তদন্ত অব্যাহত থাকলেও, তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন