Ridge Bangla

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার লাশ নিতে অস্বীকৃতি বাবার, শোবিজ অঙ্গনে শোক ও বিতর্ক

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশের ময়নাতদন্ত শেষ হলেও তার বাবা লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে মঙ্গলবার (৮ জুলাই) ৩৫ বছর বয়সী হুমাইরার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশটি হিমঘরে রাখা হয়েছে।

করাচির এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী জানান, ২০১৮ সাল থেকে হুমাইরা ওই ফ্ল্যাটে একাই থাকতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া পরিশোধ করছিলেন না। পুলিশের ধারণা, তিনি নিঃসঙ্গতা ও মানসিক অবসাদে দিন কাটাচ্ছিলেন।

লাশ উদ্ধারের পরপরই পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তবে হুমাইরার বাবা মেয়ের লাশ নিতে অস্বীকৃতি জানিয়ে জানান, তিনি তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। পুলিশ তাকে করাচিতে আসার অনুরোধ জানালেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকেও আর কোনো যোগাযোগ করা হয়নি।

ময়নাতদন্ত শেষে লাশ সিল করা হলেও ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। এসএসপি মাহজোর জানান, প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে এবং তার মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

লাহোরে জন্ম নেওয়া হুমাইরা ২০১৩ সালে মডেলিং শুরু করেন। পরে ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নেন।

তার করুণ মৃত্যু এবং পরিবারের উদাসীন প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই শোবিজে মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সঙ্কট নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন