Ridge Bangla

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবককে হত্যা

যশোরের বেনাপোলে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন সুমন হোসেন (৩২) নামের এক যুবক। শনিবার (১০ মে) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক দিয়েছিলেন গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছে। সম্প্রতি জমি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে সুমন টাকা ফেরত দিতে বলেন, এবং বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

গত শুক্রবার সন্ধ্যায় মশিয়ারদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের অনুরোধ জানান সুমন। পরে তিনি পাশের একটি দোকানে গিয়ে বসলে, কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর, শহিদুল্লাহসহ কয়েকজন সেখানে গিয়ে তাকে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে বেধড়ক মারধর করে। এতে সুমন গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সুমনের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন