Ridge Bangla

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেল বিডা

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।

বিডা সূত্রে জানা যায়, এসব বিনিয়োগ প্রস্তাবের প্রায় ২০ শতাংশ ইতোমধ্যেই অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র প্রদান। কর্মকর্তাদের মতে, এই বিনিয়োগ পাইপলাইন আগামী এক থেকে দুই বছরের মধ্যে সম্ভাব্য মূলধন প্রবাহের একটি ইতিবাচক চিত্র তুলে ধরছে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, বিনিয়োগ প্রস্তাবের এই ধারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল বিনিয়োগের পরিমাণ বাড়ানো নয়, বরং এর মান ও স্থায়িত্বও নিশ্চিত করা।”

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ অনুসন্ধানী বা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা ও প্রকল্প পরিকল্পনা। এছাড়া প্রায় ২০ শতাংশ প্রস্তাব গভীর পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে বেজা একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে। বেজার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, এ প্ল্যাটফর্ম বিনিয়োগ অগ্রগতি, জমির প্রাপ্যতা ও অনুমোদন সম্পর্কিত তথ্য এক জায়গায় দেবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন