Ridge Bangla

পাঁচ ব্যাংকে প্রশাসক বসিয়ে চালু হচ্ছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক

দেশের ব্যাংক খাতে এক অভাবনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবারই প্রথমবার একসঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংকের নাম রাখা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক।

প্রতিটি ব্যাংকে তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত করতে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকরা সবাই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত তালিকা অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের প্রশাসকদের নামও চূড়ান্ত করা হয়েছে:

১. এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম
২. সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার
৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন
৪. ইউনিয়ন ব্যাংক: সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেম
৫. গ্লোবাল ইসলামী ব্যাংক: টাঁকশালের পরিচালক মো. মোকসুদুজ্জামান

প্রত্যেক প্রশাসকের সঙ্গে একজন করে অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক এবং একজন উপপরিচালক সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসক টিম দায়িত্ব নেবে।

পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি জটিলতা যাতে না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ নির্দেশনা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং লিখিত মতামত পাওয়ার পরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন