Ridge Bangla

পশ্চিম ইরানে কুদস ফোর্সের আরেক কমান্ডার নিহত: দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের কুদস ফোর্সের অস্ত্র পরিবহন শাখার এক শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়রিকে হত্যা করেছে। শুক্রবার রাতে পশ্চিম ইরানের একটি এলাকায় গাড়ি করে চলার সময় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে আইডিএফ।

বেহনাম শাহরিয়রি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্থ কুদস ফোর্সের সদস্য ছিলেন। আইডিএফ-এর দাবি, তিনি ইরান থেকে গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট সরবরাহের দায়িত্বে ছিলেন।

এই হত্যাকাণ্ডের ফলে এক সপ্তাহের মধ্যে কুদস ফোর্সের একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হলেন। ইরান এসব হামলাকে ‘সরাসরি আগ্রাসন’ হিসেবে দেখছে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও ঘনীভূত করছে।

এদিকে দুই দেশের মুখোমুখি অবস্থান আজ ৯ম দিনে পা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে আকাশপথে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।

সম্প্রতি ইসরায়েলের গোপন হামলার জবাবে ইরানও ইসরায়েলের আকাশে শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে পাল্টা হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন