Ridge Bangla

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি, আহত ১ জন

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার রেশ কাটতে না কাটতেই রাজধানীর পল্লবীতে চাঁদা না দেওয়ায় আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, জামিল নামে এক ব্যক্তি তিন সপ্তাহ আগে কোম্পানির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় প্রথম দফায় ২৭ জুন ও দ্বিতীয় দফায় ৪ জুলাই হামলা চালানো হয়। সর্বশেষ শুক্রবার ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল এসে তৃতীয় দফায় গুলি ও ভাঙচুর চালায়।

পল্লবী থানার পুলিশ জানায়, সন্ত্রাসীরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। শরিফুল ইসলাম মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে কাইউম আলী খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানান, আগের দুই দফায়ও প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

এর মাত্র একদিন আগে (১০ জুলাই) মিটফোর্ডে মাসে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঁদাবাজি রোধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরো পড়ুন