Ridge Bangla

পল্টনে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্য

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। বুধবার (১৮ জুন) দিবাগত মধ্যরাতে পল্টন থানার অন্তর্গত ফকিরাপুল মোড়ে, পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। ঘটনার পরপরই তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতিক হাসানের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবির লালবাগ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়, এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরে ডিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৯,৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেন। অভিযুক্তদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন