Ridge Bangla

পলিথিন নিষিদ্ধকরণ অভিযান: ৫ লাখ টাকা জরিমানা, ৩ হাজার কেজি জব্দ

পরিবেশ অধিদপ্তরের পরিচালিত নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩ হাজার কেজির বেশি পলিথিন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী গতকাল (৯ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট একযোগে অভিযান পরিচালনা করে।

বগুড়া, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৩টি মোবাইল কোর্ট মোট ৬টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করে। এ সময় ৩ হাজার ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি দোকান, বাজার ও সুপারশপ মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত এক অভিযানে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও রাজধানীর টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণ সৃষ্টির অভিযোগে পরিচালিত ৩টি মোবাইল কোর্ট ৪টি মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের তাৎক্ষণিকভাবে দূষণকারী নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সর্বসাধারণকে পরিবেশ রক্ষায় সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন