Ridge Bangla

পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে কার্যকর পদক্ষেপের নির্দেশ

আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত বাজেট বাস্তবায়ন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

তিনি বলেন, “নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকদের চাপ অনেক বেড়ে যায়। এই সময়ে সৈকত পরিচ্ছন্ন রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের দিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহের কার্যক্রম চালাতে হবে।” সেই সঙ্গে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং পরিবেশবান্ধব আচরণে পর্যটকদের উৎসাহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপদেষ্টা পলিথিনবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বন্যপ্রাণী সংরক্ষণে তিনি বলেন, “হাতির করিডোর যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য বন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি তিনি বনাঞ্চলে হাতির পছন্দনীয় খাদ্যসমৃদ্ধ গাছ এবং গ্রামাঞ্চলে হাতির অপছন্দের গাছ রোপণের পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খায়রুল হাসান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদার এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

সভা শেষে উপদেষ্টা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরিকল্পিত ও সময়োপযোগী বাজেট বাস্তবায়নের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন