Ridge Bangla

পরীমনির রহস্যময় পোস্টে নতুন মানুষের আভাস

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও ভক্তদের মধ্যে জল্পনা ছড়ালেন এক রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে। সবসময়ই ব্যক্তিগত জীবন ও নানান কর্মকাণ্ডে আলোচনায় থাকা এই নায়িকা এবার ইঙ্গিত দিলেন জীবনে নতুন কারও উপস্থিতির।

সম্প্রতি ছেলের জন্মদিনে জমকালো আয়োজনে সবার দৃষ্টি কাড়েন পরীমনি। সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে খোলা এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে হাজির হন পরী। রোদ থেকে বাঁচতে চোখে দেন কালো সানগ্লাস। তবে ক্যাপশনেই ভক্তদের কৌতূহল বাড়ান অভিনেত্রী। লিখেছেন, “এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। হ্যাঁ, সবাইকে শুভ শুক্রবার।”

পরীমনির এই পোস্ট প্রকাশ হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। মন্তব্যের ঘরে একের পর এক প্রশ্ন আসতে থাকে—“সে কে?” ভক্তদের অনেকেই পরীর প্রিয় মানুষটির পরিচয় জানতে চান। আবার কেউ কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে লেখেন, “অসাধারণ লাগছে।” তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পরীমনি অসুস্থ হয়ে সন্তানদের সঙ্গে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে ওঠার পর পরিবার নিয়ে কিছুদিনের জন্য বিদেশ সফরে যান তিনি। দেশে ফেরার অল্পদিনের মধ্যেই এমন রহস্যময় পোস্ট করলেন এই চিত্রনায়িকা, যা তার ব্যক্তিজীবন নিয়ে নতুন আলোচনা ও কৌতূহল তৈরি করেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন