আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও নিজের স্টাইল ও সৌন্দর্যে ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে তিনি থাকেন বেশ সক্রিয়, নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। কখনো নতুন সাজ-পোশাকে বা ফ্যাশনেবল লুকে সামনে আসেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করে।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে পরীমণি নজরকাড়া একটি লুক শেয়ার করেন। মূলত একটি গহনার ব্র্যান্ডের ফটোশুটের জন্য নায়িকা কিছু ছবি পোস্ট করেন, যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ছবিতে তাকে দেখা যায় নীল ও সোনালি রঙের এক সুন্দর লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা—নাকফুল, নেকলেস, দুল এবং চুড়ি। এছাড়া তার আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও মনোমুগ্ধকর করেছে।
এই ছবি প্রকাশের পর ভক্তরা পরীমণির সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করতে ছাড়েননি। পোস্টে হাজার হাজার লাইক ও কমেন্ট আসে। একজন ভক্ত লিখেছেন, “আপনাকে দেখতে রানীর মতো লাগছে।” অনেকে তার পোশাকের স্টাইল ও গহনার নির্বাচনেও প্রশংসা করেছেন।
পরীমণির এই ফটোশুট আবারও প্রমাণ করল, তিনি কেবল ক্যামেরার সামনে নয়, সামাজিক মাধ্যমেও নিজের উপস্থিতি শক্তভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। দর্শকরা তার পরবর্তী ফটোশুটের জন্যও উৎসুক হয়ে রয়েছেন।