চিত্র নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। এবার বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার কারণে সামাজিক মাধ্যমে তাঁর সমালোচনার ঝড় তৈরি হয়েছে।
অপু বিশ্বাস আগে আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা ভোগ করেছিলেন। এমনকি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন। দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সরব ছিলেন তিনি। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকারের পতনের পর অপু বিশ্বাস তার অবস্থান পরিবর্তন করতে শুরু করেন। উল্লেখ্য, জুলাই মাসে সেই অভ্যুত্থানে একটি হত্যা মামলার আসামিও ছিলেন এই নায়িকা।
এদিকে, চিত্রনায়িকা পরীমণি এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অপু বিশ্বাসকে নিশানা করে তিনি ফেসবুকে লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।” তিনি আরও লিখেছেন, “পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”
পরীমণির পোস্ট প্রকাশের আধাঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ হাজারের বেশি রিয়েকশন এবং প্রায় ৮ হাজার মন্তব্য এসেছে। কমেন্টে অনেকেই পরীমণির সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
এ ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অপু বিশ্বাসের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং সুবিধাবাদী কর্মকাণ্ড। পরীমণির সরাসরি প্রতিক্রিয়া বিষয়টিকে আরও জনমুখী করেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।