Ridge Bangla

পরীমণির মানহানির মামলা খারিজ করলো সাইবার ট্রাইব্যুনাল

চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে অনলাইনে কুৎসা রটানোর অভিযোগে এই মামলা করেছিলেন তিনি। তবে মামলাটি সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে যাওয়ায় এবং নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশ্লিষ্ট ধারাগুলো অন্তর্ভুক্ত না থাকায় আদালত এটিকে আর গ্রহণযোগ্য মনে করেননি।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল। তিনি জানান, চলতি বছরের ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করে। পরীমণির মামলা ছিল পুরনো আইনের ২৮ ও ৩১ ধারায়, যা নতুন আইনে অনুপস্থিত।

এর আগে, গত ২৩ এপ্রিল পরীমণি মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ মার্চ তার বাসায় বাচ্চা দেখাশোনার জন্য এজেন্সির মাধ্যমে পিংকি আক্তারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২ এপ্রিল হঠাৎ করে তিনি বাসা ছেড়ে চলে যান এবং পরে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনে পরীমণির বিরুদ্ধে মানহানিকর ও অসত্য বক্তব্য দেওয়া শুরু করেন। অভিযুক্ত পাঁচজনের মধ্যে পিংকি ছাড়াও ছিল কিছু অনলাইন পোর্টালের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে সাইবার নিরাপত্তা আইনের বিলুপ্তি ও সংশ্লিষ্ট ধারার অভাবে মামলা চলমান রাখা যায়নি। মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর পরীমণির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন