Ridge Bangla

পরীমণির ছেলের জন্মদিনের আয়োজনে শেখ সাদী, ভিডিও ভাইরাল

চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্মের তৃতীয় জন্মদিনের জমকালো আয়োজনে হাজির হয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

গত ১০ আগস্ট ছিল পরীমণির ছেলে পদ্মের জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরী আয়োজন করেছিলেন আভিজাত্যে ভরা এক পার্টি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জন্মদিনের কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন তিনি। ১ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মেরুন ও পার্পেল রঙের সাজসজ্জায় অনুষ্ঠানটি নাচ-গানে ভরপুর ছিল। ভিডিওর শেষে পরী লিখেছেন, পুরো আয়োজন শিগগিরই প্রকাশ করা হবে।

কিন্তু এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও, যেখানে পরীমণির সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে শেখ সাদীকে। ভক্তদের ধারণা, জন্মদিনের অতিথিদের গান শোনান সাদী, আর সেই সুরে নাচেন পরী। ভিডিওতে তাদের দীর্ঘ আলাপচারিতা ও খুনসুটি ধরা পড়েছে।

এ দৃশ্য দেখে অনেক ভক্ত মন্তব্য করেছেন, মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন পরী ও সাদী। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

পদ্মের জন্মদিনের এই আয়োজনে পরীমণির সঙ্গে শেখ সাদীর উপস্থিতি ও ভাইরাল হওয়া ভিডিও ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে। ভক্তরা অপেক্ষা করছেন, পরীমণি শেয়ার করা পূর্ণাঙ্গ ভিডিওতে এই মুহূর্তের ব্যাখ্যা মেলে কি না।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন