Ridge Bangla

পরীক্ষা দিতে বের হয়ে ডোবায় মিলল শিক্ষার্থী রুপার মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জে পরীক্ষা দিতে বের হওয়া রুপা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলি ও মৃধাকান্দি গ্রামের মাঝামাঝি একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখা যায়।

নিহত রুপা চর কোড়ালতলি গ্রামের বাসিন্দা মান্নান ঢালীর মেয়ে এবং স্থানীয় দারুল ফয়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সকালেই সে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফেরেনি। দুপুরে এক ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, “রুপা সকালে পরীক্ষা দিতে গিয়েছিল। পরে ডোবায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।” তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুপার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন