Ridge Bangla

পরীকে ‘সরি’ বলে আইফোন উপহার, কে দিল সারপ্রাইজ?

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরী মণি আবারও আলোচনার কেন্দ্রে। রবিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, লাল গোলাপের ডালার ওপরে সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা ‘সরি’। আর তার পাশে রাখা চকচকে নতুন আইফোন ১৭ সিরিজের মোবাইল। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় নেটিজেনদের কৌতূহলী আলোচনা।

বিশেষত নারী ভক্তরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, “আমিও এমন সরি ডিজার্ভ করি।” আরেকজনের কৌতুকপূর্ণ মন্তব্য, “আমার এমন করে সরি বলার মতো কেউ নাই কেন ভাই?” এমনকি আরেক ভক্ত লিখেছেন, “আমরা রাগ করলে তো উল্টাই ব্লক খাই।”

পরী মণির ব্যক্তিগত জীবন নিয়ে আগেই ভক্তদের আগ্রহ কম ছিল না। প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও এখনো এ নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে তিনি সিঙ্গেল মাদার হিসেবে ছেলে রাজ্য ও পালিত কন্যাকে নিয়ে সময় কাটাচ্ছেন। পাশাপাশি সিনেমার বাইরেও বিভিন্ন ব্র্যান্ড শুট, অ্যাওয়ার্ড শো আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি তাকে ঘিরে রাখছে আলোচনায়।

তবে নতুন ছবিটি নিয়ে ভক্তদের প্রশ্ন একটাই—পরীর কাছে ক্ষমা চাইতে কে এত দামী উপহার দিল? এটি কি তার জীবনে নতুন কারও আবির্ভাবের ইঙ্গিত? নাকি কেবলই স্টারডম ধরে রাখার জন্য পরিকল্পিত কোনো পাবলিসিটি স্টান্ট? সেটাই এখন রহস্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন