Ridge Bangla

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় সমন্বিত মোবাইল কোর্ট অভিযান

দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণ, বায়ুদূষণ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড দমনে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে দিনব্যাপী সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে। রোববার (৩০ নভেম্বর) সুনামগঞ্জ, পঞ্চগড়, ঢাকা মহানগর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, শেরপুর ও ঝিনাইদহে পরিচালিত এসব অভিযানে পরিবেশ আইনের বিভিন্ন লঙ্ঘনের বিরুদ্ধে জরিমানা, জব্দ এবং প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান করা হয়।

সুনামগঞ্জের সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং যানবাহনে স্টিকারও লাগানো হয়।

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণ মোকাবিলায় পরিচালিত অভিযানে অপরিচ্ছন্নভাবে নির্মাণসামগ্রী পরিবহনের জন্য একটি ট্রাককে ৫০০ টাকা এবং অতিরিক্ত শব্দসৃষ্টিকারী দুটি ট্রাককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী অভিযান পরিচালনা করেন আর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, ঢাকা মহানগরের সেগুনবাগিচায় নির্মাণাধীন আনন্দ ভবনে পরিদর্শনের সময় দেখা যায়, রড কাটার মেশিন ও মিক্সচার মেশিন বন্ধ রয়েছে এবং বালির স্তূপ ত্রিপল দিয়ে ঢাকা। বিধি অনুসরণ করে ভবিষ্যৎ কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নোটিশ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

শরীয়তপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে দুটি ট্রাকচালককে ১ হাজার টাকা জরিমানা এবং চারটি হর্ন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ তামিম এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে জেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ফতুল্লার একটি পরিবেশবিরোধী বুনন ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এছাড়াও, প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ এবং এটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

শেরপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে ৮৮ কেজি পলিথিন জব্দ ও মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ অভিযানে নেতৃত্ব দেন এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক সুশীল কুমার দাস।

ঝিনাইদহ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট দুটি ট্রাকচালককে ২ হাজার টাকা জরিমানা করে এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

এছাড়া কালিগঞ্জ উপজেলায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ লঙ্ঘন করে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে একজন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৪৯ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সার্বিক তদারকিতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন