Ridge Bangla

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির ওপর গুরুত্বারোপ করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগোতে হবে। এতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ উন্মোচিত হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে পারবে না। তাই সৌরবিদ্যুতের মতো বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ওপর জোর দিতে হবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে, যেখানে সৌর জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পারমাণবিক শক্তি ব্যবহারের আগে গভীর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সভায় কার্ল পেজ বলেন, পারমাণবিক ও হাইব্রিড সিস্টেম শূন্য-কার্বন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। বিশেষ করে বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো কম খরচে এবং কম রক্ষণাবেক্ষণে শিল্প খাতে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়াসহ একাধিক দেশ ইতোমধ্যে এ প্রযুক্তি গ্রহণ করেছে। তার মতে, উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা রয়েছে, যা দেশকে পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে অগ্রণী অবস্থানে নিয়ে যেতে পারে। এর সুফল হবে কর্মসংস্থান বৃদ্ধি, জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং শিল্পখাতকে প্রতিযোগিতায় সক্ষম করা।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন