Ridge Bangla

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচ মহাপরিচালকের দপ্তরে রদবদল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অফিস আদেশের মাধ্যমে মন্ত্রণালয়ের পাঁচজন মহাপরিচালকের (ডিজি) দপ্তর পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে রাষ্ট্রাচার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগের মতোই উত্তর আমেরিকা অনুবিভাগের দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ আসিফ রহমান। অন্যদিকে সাধারণ সেবা অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ এফ এম জাহিদ-উল-ইসলামকে। একই সঙ্গে পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন কবীর। এ ছাড়া জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে এস এম মাহবুবুল আলমকে। নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ের পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের কার্যকর ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। অভিজ্ঞ কর্মকর্তাদের বিভিন্ন অনুবিভাগে পুনর্বিন্যাসের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার আশা করছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে একাধিক দপ্তরে যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করা হলেও এবার মহাপরিচালক পর্যায়ে একসঙ্গে পাঁচজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পাঠানো হলো। কূটনৈতিক মহলে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন