Ridge Bangla

পবিত্র আশুরা আজ, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি শোক, আত্মত্যাগ ও নৈতিকতার এক স্মরণীয় প্রতীক হিসেবে পালন করা হচ্ছে। কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে এ দিনটি পালন করা হয় গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায়।

৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, হজরত আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর পুত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তিনি অন্যায়, জুলুম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছেন, তা মুসলিম বিশ্বের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে নানা কর্মসূচি ও ধর্মীয় আয়োজনে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে দোয়া মাহফিল, মিলাদ, শোক মিছিল ও তাজিয়া মিছিল। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।

বিশেষ করে রাজধানী ঢাকায় আশুরার তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিছিলে অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলে কোনো ধরনের অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। দা, ছুরি, তলোয়ার, বল্লম, বর্শা, কাঁচি বা লাঠি নিয়ে মিছিলে অংশগ্রহণ নিষিদ্ধ।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা মিছিল শুরুর সময় থেকে শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

শোকের এ দিনে ইসলামি চিন্তাবিদরা আহ্বান জানিয়েছেন—ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করতে।

আরো পড়ুন