Ridge Bangla

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আবারও ভয়াবহ ভাঙন, আতঙ্কে শত পরিবার

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার গভীর রাতে মঙ্গল মাঝিঘাট-সাত্তার মাদবর বাজার এলাকার অন্তত ১০০ মিটার রক্ষা বাঁধ পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। ফলে রাতারাতি বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনেই প্রায় ৬০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ডুবে গেছে অন্তত ১৫টি বাড়ি ও ৩৩টি দোকান। আরও প্রায় ৫০টি পরিবার নিজের উদ্যোগে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। সাত্তার মাদবর বাজারের ২৪০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের আলম খারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওছিম উদ্দিন মাদবরকান্দি গ্রামের প্রায় ৬০০ পরিবার সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচবার বড় ধরনের ভাঙন হয়েছে। জিও ব্যাগ ফেলার পরও ভাঙন থামছে না। ইতোমধ্যে ১ লাখ ৩২ হাজার জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না। জেলার পাউবো নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, “স্রোতের তীব্রতা ও পানির উচ্চতা এবার অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা অব্যাহত রয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী বাদশা শেখ বলেন, “দোকান সরাচ্ছি, আতঙ্কে আছি। রক্ষা বাঁধ না থাকলে এখানকার ব্যবসা আর টিকবে না।”
জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, “বাঁধটি পুরোনো হয়ে দুর্বল হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, শিগগিরই সহায়তা দেওয়া হবে।”

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু দিয়ে গাড়ি চললেও, পেছনের গ্রামগুলো প্রতিদিন ডুবে যাচ্ছে।” তারা অবিলম্বে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন