Ridge Bangla

পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিল অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’-এর এক জনসভায় গত শনিবার তামিলনাড়ুর কারুর ভ্যালিতে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৫১ জন হাসপাতালে আইসিইউতে ভর্তি। নিহতদের মধ্যে ১০টি শিশু ও ১৬ জন নারী রয়েছেন।

ঘটনার পর তামিলনাড়ু সরকার ক্ষতিপূরণ ঘোষণা করে। নিহতদের পরিবারকে দেওয়া হবে প্রতি পরিবার ১০ লাখ রুপি (প্রায় ১৩ লাখ টাকা) এবং আহতদের পরিবারকে এক লাখ রুপি (প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)।

এ ঘটনার পরপরই থালাপতি বিজয় নিজেও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তার পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ রুপি (প্রায় ২৬ লাখ টাকা) এবং আহতদের প্রতি পরিবারকে ২ লাখ রুপি (প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা) দেওয়া হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এখানেই শেষ নয়, আরও অর্থ প্রদান করা হবে।

দুর্ঘটনার পর বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত তৎপরতা দেখিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করেছেন।

ঘটনাটি তামিলনাড়ুর রাজনীতিতে তীব্র দাগ রেখে গেল। পদদলিত হওয়ার এই ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি জনসাধারণ ও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন